Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২২

শুদ্ধাচার চর্চার পুরস্কার, ২০২১-২০২২ প্রদান প্রসংগে।


প্রকাশন তারিখ : 2022-06-22

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি:

গাজীপুর-১৭০৩।

 

                                                                                                                             ০৮/০৩/১৪২৯ বঙ্গাব্দ

অফিস নির্দেশ নং-৫৩.১৮.৩৩০০.০০৩.১৮.০০১.২২.১২৪                                                    তারিখ: -----------------------

                                                                                                                                    ২২/০৬/২০২২ খ্রীস্টাব্দ                                                  

শুদ্ধাচার চর্চার পুরস্কার, ২০২১-২০২২  প্রদান প্রসংগে

 

‘সোনার বাংলা গড়ার প্রত্যয়; জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল মন্ত্রিসভা বৈঠকে ২০১২ সালে অনুমোদিত হয়। শুদ্ধাচার চর্চায় উ‌ৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণীত ‌‘‌শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১’ অনুসরণে ২০২১-২০২২ অর্থ বছরে মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিটি দপ্তর/সংস্থার গ্রেড-৩ হতে গ্রেড-৯ ভুক্ত ১ জন কর্মকর্তা, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ পর্যন্ত ১ জন কর্মচারী এবং গ্রেড-১৭ হতে গ্রেড২০ পর্যন্ত ১ জন কর্মচারীকে পুরস্কার প্রদানের লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১’ এর প্রজ্ঞাপনের ৬.৩ ধারা অনুসারে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্বে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট কমিটি কর্তৃক সকল বিভাগ/উপ-বিভাগ থেকে মনোনীত কর্মকর্তা/কর্মচারীগণের গুণাবলীর সূচকের বিভিন্ন দিক যাচাই বাছাইকরতঃ সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত দুইজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়ঃ

 

ক্রমিক নং

নাম

পদবী

বিভাগ

জনাব আ.ক.ম. ইকবাল হোসেন

ব্যবস্থাপক

বৈদেশিক ক্রয়

জনাব মোঃ নাজমুল হুদা মুন্সী

সহকারী কারিগরী কর্মকর্তা

প্রকৌশল (ইউটিলিটি)

জনাব মোঃ আব্দুর রহিম

জুনিয়র টেকনিশিয়ান গ্রেড-এ

ব্যাংক নোট উৎপাদন

 

মনোনীত কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার চর্চার পুরস্কারস্বরূপ একটি সার্টিফিকেট এবং নিজ নিজ মূলবেতনের (জুন, ২০২২ মোতাবেক) সমপরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হবেন। তাদের তিন জনকে করপোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ নিজ নিজ কর্তব্য পালনে আরো দায়িত্বশীল হওয়ার এবং শুদ্ধাচার চর্চা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করা হলো।

                                                     

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ জারী করা হলো।

 

 

                                                                                                                    (মোঃ রশিদুল আলম খান )

                                                                                                                 ব্যবস্থাপক (পার্সোনেল সার্ভিসেস)

প্রশাসন বিভাগ

পার্সোনেল সার্ভিসেস শাখা