জনাব আশ্রাফুল আলম | ব্যবস্থাপনা পরিচালক | সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লি.
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
জনাব আশ্রাফুল আলম বেসরকারি, পাবলিক ও উন্নয়ন খাতে আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক খাতের রেগুলেশন, এমএসএমই এবং উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উপর বিশেষ ফোকাসসহ কার্যকর উন্নয়ন কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নে পচিঁশ (২৫) বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন উন্নয়ন অর্থায়ন ব্যাংকার ও পেশাজীবি। তিনি জনসংখ্যা পিরামিডের তলার দিকের মানুষ, ক্ষুদ্র কৃষক, এবং মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ এবং মহিলা উদ্যোক্তাদের ক্লায়েন্ট হিসাবে ফোকাস করে অন্তর্ভুক্তিমূলক ও বাজার-ভিত্তিক ব্যবসায়িক মডেল সনাক্তকরণ ও বাস্তবায়নে কাজ করেছেন৷ ফলাফল ভিত্তিক প্রজেক্ট ম্যানেজমেন্ট (রেজাল্ট বেজড প্রজেক্ট ম্যানেজমেন্ট) এবং মনিটরিং, ইভালুয়েশন, এ্যাকাউন্টেবিলিটি এন্ড লার্নিং (MEAL) ফ্রেমওয়ার্কের সাথে কাজ করার ক্ষেত্রে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের তরফে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাসমূহের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক 'অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই)'-এর কান্ট্রি ফোকাল পয়েন্ট এবং `উক্ত নেটওয়ার্কের এমএসএমই ওয়ার্কিং গ্রুপে দুই টার্মে যথাক্রমে গ্রুপ কো-চেয়ার ও চেয়ার হিসেবে কাজ করেছেন এবং এমএসএমই উন্নয়ন, ডিজিটাল আর্থিক পরিষেবা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কিত বিশ্বব্যাপী ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
জনাব আশ্রাফুল আলম এর আর্থিক খাত নিয়ন্ত্রণ, রেগুলেটরী সংস্কার, নীতি সংস্কার সহায়তা, ডিএফএস, উদ্ভাবনী আর্থিক পরিষেবা পণ্য, আর্থিক অন্তর্ভুক্তি এবং বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ে গভীর বোঝাপড়া ও দক্ষতা রয়েছে ।
জনাব আশ্রাফুল আলম ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস, অন্তর্ভুক্তিমুলক ডিজিটাল ইকোনমি এবং বাজার-ভিত্তিক উদ্ভাবনের ক্ষেত্রে কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে বাংলাদেশে UNCDF-এর ফিনান্সিয়াল ইনক্লুশন প্র্যাকটিস এরিয়া (FIPA) এর কান্ট্রি অপারেশনের নেতৃত্ব দিয়েছেন।
জনাব আশ্রাফুল আলম সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বিডি) লিমিটেড (এসপিসিবিএল) এ সফলতার সাথে ইতোপূর্বে দুই (২) বছর জেনারেল ম্যানেজার হিসেবে ব্যাংক নোট এবং সিকিউরিটিজ পণ্য মুদ্রণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি ১২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এসপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
জনাব আশ্রাফুল আলম প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, কনফারেন্স স্পিকার এবং DFS, আর্থিক অন্তর্ভুক্তি ও MSME উন্নয়ন বিষয়ে কর্মশালা পরিচলক হিসাবে এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পঁচিশ (২৫) টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন।
জনাব আশ্রাফুল আলম দেশের প্রথিত যশা বিজনেস স্কুল ‘ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন(আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থায়নে মেজরসহ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ডিজিটাল ফ্রন্টিয়ার্স ইনস্টিটিউট, সাউথ আফ্রিকা ও দি ফ্লেচার স্কুল, দি টাফ্টস ইউনিভার্সিটি, বোস্টন, ইউএসএ এর একজন সার্টিফায়েড ডিজিটাল ফাইন্যান্স প্রাকটিশনার (সিডিএফপি)। এ ছাড়াও তিনি দি ফ্লেচার স্কুল, দি টাফ্টস ইউনিভার্সিটি, বোস্টন, ইউএসএ এর দি ইনস্টিটিউট ফর বিজনেস ইন দি গ্লোবাল কনটেক্সট এর লিডারশীপ প্রোগ্রাম ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এর একজন ফেলো।