Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৮

আইন উপদেষ্টা নিয়োগ ও আইনজীবী প্যানেলভুক্তিকরণ বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2018-05-08

 

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ

গাজীপুর-১৭০৩                                                                                                           

 

আইন উপদেষ্টা নিয়োগ ও আইনজীবী প্যানেলভুক্তিকরণ বিজ্ঞপ্তি

 

গাজীপুর জেলার নিম্ন আদালত এবং ঢাকাস্থ হাইকোর্ট/আপিল বিভাগে মামলা পরিচালনাসহ কোম্পানীর নানা বিষয়ে আইন সংক্রান্ত পরামর্শ/সহায়তা প্রদানের জন্য আদালত ভিত্তিক অভিজ্ঞ আইন উপদেষ্টা নিয়োগ ও আইনজীবী প্যানেলভুক্তির নিমিত্তে নিম্নলিখিত শর্ত পূরণকারী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সাদা কাগজে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

১।             গাজীপুর জেলার আদালতসমূহের জন্যঃ

গাজীপুর জেলার নিম্ন আদালতে দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনায় কমপক্ষে ১৫(পনের) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

২।             ঢাকাস্থ হাইকোর্ট/সুপ্রিম কোর্টের জন্য ঃ

ক) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগে বিভিন্ন মামলা পরিচালনায় প্রার্থীকে কমপক্ষে ১০(দশ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।

খ)  কোম্পানী আইন বিষয়ক পরামর্শ ও মামলা পরিচালনার জন্য কোম্পানী

      আইনেও অভিজ্ঞ হতে হবে।

গ) আইন পেশায় উচ্চতর ডিগ্রীধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

৩।            অবসর প্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা যারা আইন পেশায় নিয়োজিত আছেন এবং উপরোক্ত অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন।

৪।             আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

৫।             আবেদনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং মানসিকভাবে সুস্থ হতে হবে।

উপযুক্ত প্রার্থী/প্রার্থীদের আইন উপদেষ্টা/প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে ৩(তিন)                   বছরের জন্য নির্বাচন করা হবে। প্যানেলভুক্ত আইনজীবীদের বিভিন্ন আদালতে মামলা পরিচালনার, জমি/বাড়ী/ফ্লাটের মালিকানা সত্ত্বের সঠিকতা যাচাইকরণ কাজ, বিভিন্ন আইনগত পরামর্শ ও অফিসিয়াল নথিতে মতামত প্রদানের জন্য চুক্তিভিত্তিক ’ফি’ প্রদান করা হবে।  
আগ্রহী প্রার্থীদের ২(দুই) কপি ছবিসহ অভিজ্ঞতা ও পূর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক সকল সনদপত্রের সত্যায়িত কপিসহ দরখাস্ত অফিস চলাকালীন সময়ে (রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৮.০০ টা হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত) আগামী ০৬/০৬/২০১৮ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর-১৭০৩ এ ঠিকানায় পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিটি করপোরেশনের Website: www.spcbl.org.bd এবং বাংলাদেশ ব্যাংকের Website: www.bb.org.bd/www.bangladesh-bank.org/ www.bangladeshbank.org.bd -এ পাওয়া যাবে। 

 

    

 (মোঃ নজরুল ইসলাম)

মহাব্যবস্থাপক (প্রশাসন)