দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ,
গাজীপুর-১৭০৩।
করপোরেশনে CCTV Camera along with NVR and other related items Supply,
Installation, Testing, Commissioning কাজে আহ্বানকৃত টেন্ডার নং-০৫/২০১৯-২০২০,
খোলার তারিখ-২৪/০৯/২০১৯ এর বিপরীতে অনুষ্ঠিত প্রি-বিড সভার কার্যবিরণী প্রসংগে।
০৫/০৯/২০১৯ তারিখ সকাল ১১.০০ টায় শেখ আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক, এস.পি.সি.বি.এল, গাজীপুরের সভাপতিত্বে করপোরেশনের বোর্ড রুমে শিরোনামে উল্লেখিত বিষয়ে টেন্ডার নং-০৫/২০১৯-২০২০, খোলার তারিখ-২৪/০৯/২০১৯ এর ২৫ নং ধারায় বর্ণিত সিডিউল অনুযায়ী এক প্রি-বিড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংশ্লিষ্ট টেন্ডার সিডিউলে বর্ণিত মালামাল ও স্পেসিফিকেশন তৈরী/ব্যবহারকারী হিসাবে নিম্নে বর্ণিত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন :
১। জনাব মো: জামিল আখতার শাহজাদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এসপিসিবিএল।
২। জনাব মো: আব্দুর রউফ, উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা), এসপিসিবিএল।
৩। জনাব কামাল আহমেদ, সিস্টেমস এনালিস্ট, এসপিসিবিএল।
৪। জনাব মো: আশরাফ আলী, উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা), এসপিসিবিএল।
এছাড়া দরপত্রে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের তরফ হতে নিম্নে বর্ণিত প্রতিনিধিগন উক্ত সভায় উপস্থিত ছিলেন :
১। জনাব নূর আলম নাহিদ, ট্রিগার অটোমেশন এন্ড ইঞ্জিনিয়ারিং সলুশন লি:, ঢাকা।
২। জনাব মো: রাকিব হোসেন, -ঐ-।
৩। জনাব মো: আছাদুজ্জামান জাহিদ, -ঐ-।
৪। জনাব মো: তাহের-উজ-জামান, গ্লোবেড অটোমেশন লি:, ঢাকা।
৫। জনাব আব্দুল হালিম শেখ, -ঐ-।
৬। জনাব মাজহারুল ইসলাম অশিম, -ঐ-।
৭। জনাব মো: ইয়াকুব, এএসকে ডিজিটাল সিকিউরিটিজ, ঢাকা।
৮। জনাব মো: শাহিনুর রহমান, নীকম, ঢাকা।
৯। জনাব মো: মুকতার আলম, ইজি অটোমেশন লি:, ঢাকা।
১০। জনাব মো: মনির হোসেন, -ঐ-।
১১। জনাব ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন সোহান, ইউনিফাইড টেকনোলজিস লি:, ঢাকা।
সভাপতি প্রি-বিড সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে টেন্ডারে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগন-কে আলোচ্য টেন্ডার সিডিউলের টেকনিক্যাল স্পেসিফিকেশন ও শর্তাবলী সম্পর্কে তাদের জিজ্ঞাসিত কোন বিষয় থাকলে তা সভায় উত্থাপনের আহ্বান জানান। এ ব্যাপারে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন টেন্ডার সিডিউলের বিভিন্ন শর্ত ও স্পেসিফিকেশন সম্পর্কে তাদের জিজ্ঞাসিত বিষয়সমূহ উত্থাপন করেন এবং তা নিয়ে সভায় উপস্থিত করপোরেশনের কর্মকর্তাগনের সাথে উক্ত প্রতিনিধিদের বিস্তারিত আলাপ আলোচনার পর সকলের সম্মতিক্রমে সংশ্লিষ্ট টেন্ডার সিডিউলের টেকনিক্যাল স্পেসিফিকেশন অংশে নিম্নে বর্ণিত ধারাসমূহে সংশোধনী আনয়নের সিদ্ধান্ত গৃহীত হয় :
Sl. No |
Clause & page of Tender Schedule |
Existing condition of the Tender Schedule |
Amendment & addition at pre-bid meeting |
1. |
D – page- 06
|
Product Specification sl. 08 Quantity- 30 Pairs |
Product Specification sl. 08 Quantity- 15 pairs |
2. |
D – page- 06
|
Product Specification sl. 11 Quantity- 08 Units |
Product Specification sl. 11 Quantity- 10 Units |
3. |
D – page- 06
|
Product Specification sl. 14 Quantity- 1200 meters |
Product Specification sl. 14 Quantity- 4000 meters |
4. |
D – page- 06
|
Product Specification sl. 16 8 Core (Minimum) Optical Fiber Cable, Non Armored, Single Mode |
Product Specification sl. 16 6 Core (Minimum) Optical Fiber Cable, Non Armored, Single Mode |
5. |
D – page- 07
|
Product Specification sl. 25 Quantity- 09 Units |
Product Specification sl. 25 Quantity- 10 Units |
6. |
D – page- 07
|
Nil |
Product Specification addition sl. 26 8-Port Gigabite PoE with 2 SFP Managed Switch BRAND: Internationally reputed brand; Bidder has to mention Model: Bidder has to mention Origin: Bidder has to mention WARRANTY: One year full (Replacement & Service) warranty Quantity -02 Units |
উপরোক্ত সংশোধনীসমূহ Revised e-Tender হিসাবে পূর্বোক্ত সিডিউল অনুযায়ী ওয়েবসাইটে-এ Upload করা হবে এবং পূর্বোক্ত e-Tender টি বাতিল করা হবে। এ ছাড়া প্রি-বিড সভার অত্র কার্যবিবরণীটি সংশ্লিষ্ট টেন্ডার সিডিউলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হবে। সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগনের আর কোন আলোচ্য/জিজ্ঞাসিত বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেণ।
(শেখ আজিজুল হক)
ব্যবস্থাপনা পরিচালক
এস.পি.সি.বি.এল, গাজীপুর